কিছু আবেগ যেমন একান্তই ব্যক্তিগত
তেমনি কিছু রাতও একান্তই নিজের, আপন
যে রাতের অন্ধকারে ক্ষীণ প্রদীপের আলো,
খানিকটা জাগিয়ে রাখে আগামী ভোরের আশা ।


একাকী পথ চলতে চলতে সূর্য ওঠা ও ডোবার
লাল আভাও যেন এখন শুধুই নিজস্ব, তেমনি
সন্ধ্যে বেলায় ঘরের প্রিয় কর্নারে বসে এক কাপ চা,
আর নীললোহিত-এর নিরুদ্দেশের দেশে একান্তই ব্যক্তিগত ।


কিছু অপূর্ণ স্বপ্নের ভাঙা অংশ গুলো, একদিন  
যেমন অভ্যেসে একান্তই নিজের হয়ে যেতে থাকে  
তেমনি, কিছু অসমাপ্ত গল্পও তার পরিসমাপ্তি  
খুঁজে পেতে চায়, যা একান্তই ব্যক্তিগত ।