ভুল করে, ভুল পথে আলাপ
তারপর বেড়ে ওঠা,
নিজেদের অজান্তেই ।
রাতের গভীরতার সাথে
পাল্লাদিয়ে বাড়তে থাকে,
সম্পর্কের দৃঢ়তা ।
সময়ের রথ এগিয়ে চলে,
নদীর ধারার মতই
আপনমনে – নির্জনে ।
রাগ-অভিমান আর খুনসুটির মাঝে,
উঁকি দেয় ভালবাসারা ।
ইচ্ছেরা ডানা মেলে
কল্পতরুর কাছে ।
স্বপ্নগুলো হাতে হাত রেখে,
পাড়ি দেয় মেঘেদের দেশে ।
হঠাৎ মাঝপথে নেমে আসে
মেঘেরা, বৃষ্টি হয়ে।
কল্পনাকে উপেখ্যা করে
যেন, বাস্তবাতার খাতিরে ।
দুটি হৃদয় অভিহত,
শুধু একটুখানি ভুলের জেরে

শুধু, একটুখানি ভুলের জেরে ।।