প্রতিটি শহরের প্রতিটি কোণে লুকিয়ে থাকে,
হাজারো কাহিনী ।
কারো আধ-ভাঙ্গা জীবনের
চলতে থাকা সংগ্রামের ।  
আবার, কারো বা-
পরিপূর্ণ জীবনের সুমধুর সিদ্ধ লাভের কাহিনী ।
শহর আলোকিত করা -
প্রতিটি আলোক শিখাই জানে,
অবিরত চলমান
যানবাহন গুলোও সাক্ষী থাকে প্রতি মুহূর্তের
সে সব হাজারো গল্পের ।
কাহিনী বা গল্প গুলো নামহীন, অধিকার হীন ভাবে
লেখা হতে থাকে কোনো অজানা কাগজের পাতায়,  
যা কখনো প্রকাশিত হবার প্রত্যাশা রাখে না ।
একদিন ঠিক হারিয়ে যায় একাকী, নিঃসঙ্গ হয়ে
শব্দরা কথা হারায়, নীরবতা আওয়াজ তোলে নিজ থেকে  
নতুন কিছু কাহিনীর আত্মপ্রকাশ ঘটে, বাঁধে ঘর, স্বপ্ন ।