কলি নামের যুগে,
অলি দের অবাধ গুঞ্জন ।
মধুর কিংবা শব্দ দূষক,
অনুভূতি গুলো ব্যক্তিবাচক ।


গরিব ধনী নির্বিশেষে,
স্বপ্ন গড়ার লীলায় মগন ।
সাফল্যে গড়ে অট্টালিকা,
অহংকারে সর্ব নিধন ।


স্বার্থ সিদ্ধির তৎপরতায়,
আপন কে করে পর ।
কাকে মেরে কে বাঁচবে,
উৎকণ্ঠায় অস্বস্তিকর ।


রূপের গর্ব এত কিসের,
কিসের এত বাহারী-বরণ ।
যতই দম্ভ থাকুক নাকো,
পরিশেষে ভূতলেই ধরাশয়ন ।