কারো জন্য কারো জীবন থেমে থাকে না,
শুধু থেমে যায় কিছু স্বপ্নের পাশাপাশি পথ চলা ।
কেউ কারো জন্য অপেক্ষা করে বসেও থাকে না,
কারন, সে জানে কিছু অপেক্ষার পরিণতি শূন্য ।
সম্পর্কের ভিত বিশ্বাস, একবার ভাঙনের শিকার হলে
যতই জোড়া দাও না কেন, দাগ থেকেই যায় ।
মানুষ নাকি অভ্যাসের দাস, কিন্তু কিছু অভ্যেস
একসময় বদলে ফেলা ততটাই জরুরি হয়ে পরে
যতটা, প্রতিনিয়ত নিঃশ্বাস নেওয়া বেঁচে থাকার জন্য ।
প্রেম সাগরে ডুব না দিলে প্রেমিক নাবিক জানেনা
সাগরের গভীরতা ঠিক কতটা, মুক্তোর খোঁজ আদও সম্ভব ?
ভালোবাসার মানুষ স্ব ইচ্ছায় হাত ছেড়ে দিতে চাইলে-
ছেড়ে দিও, যে যেতে চায় তাকে আটকে রাখার চেষ্টা মুর্খামি ।
ভালোবাসার কাছে আত্মসম্মান যখন নত হতে শুরু করে,
তখন বুঝে নিতে হয় এ সম্পর্কের অস্ত যাওয়া নির্ধারিত ।
কিছু আবেগ অনুভূতির নীরবে গোপনে প্রবাহিত হওয়াই শ্রেয়
কারণ নিজের কাছে আত্মসম্মান হারালে ঘুরে দাঁড়ানই
অত্যন্ত কঠিন থেকে কঠিনতর হয়ে পরে ।