সহস্র প্রশ্নের দল ঘোরে ফেরে ,
উত্তরের আশা কেইবা করে ।
কিছু উত্তর অজানাই ভালো ,
সামনে এলে বেজায় কালো ।।


সাহস তেমন নেইকো আমার ,
কঠিন সত্যের সম্মুখীন হবার ।
তার চেয়ে বরং নাইবা জানলাম ,
মনের আগে সুখ কে বাছলাম ।।


সঠিক-বেঠিক হিসেব না করি ,
অযথা, কেনই বা জ্বলে মরি ।
তুমি মরিলে কারোর কিছু না ,
সুতরাং, নিজেই করো নিজের পরোয়া ।।