এলোমেলো রাতগুলো যেন বেজায় কালো,
রাত জেগে বৃষ্টির আওয়াজ, লাগে বেশ ভালো ।


জানালার পাশে বসে ভাবি সারা রাত ধরে,
আঁধার নেমে আসে কেন শুধু আমারই দুনিয়া জুড়ে ?


গ্রীষ্মের মাটিতে বৃষ্টির ফোঁটা, নাকে আসে সোঁদা গন্ধ,
মনে হয় প্রতি পদে পদে হারাচ্ছি জীবনের সব ছন্দ ।

বেঁচে থাকার আকাঙ্ক্ষা এখন তেমন আর হয়না,
মরে গেলেই হবে ভালো, এত আঘাত আর যে সয়না ।


এতই সহজ !  বললেই কি আর যাওয়া যায় মরে,
এসেছ যখন ডুব তো দিতেই হবে এই অথৈ সাগরে ।


কে জানে কাল কি আছে লেখা তোমার তকদিরে,  
পেলেও পেতে পারো অমূল্য রতন, নতুন ভোরের পরে ।