আমি তাকিয়ে থাকি আকাশের দিকে,
কি বিশাল তার পরিধি, সীমাহীন ব্যাপ্তি ।
যার লাবণ্যময়ী রূপ স্পর্শের বাইরে,
তবে অনুভূতির বাইরে নয় ।
নানান রঙের মিলন ঘটে ঐ আকাশে
যেখানে মান-অভিমান কথা বলেনা,
প্রতিবাদীরা নিরুত্তর, নীরব ।
চাপা কান্না বিলীন হয় দিগন্তে,
হাসির শব্দ খেলা করে মেঘে মেঘে ।
ঐ আকাশে, একদিন আমার ঠাই হবে
সেদিন আমিও মিশে যাবো নীলিমায়
সবকিছুকে উপেক্ষা করে অজান্তে ।