স্মৃতির ইতিহাসে গাঁথা ,
তুমি অতীত , লিপিবদ্ধ ।
অতীত –
কারো তুমি মধুর
তো কারও বা নিঠুর ।
কারো তুমি উত্তাল
তো কারও বা নিশ্চুপ ।
আচ্ছা বলতে পার ?
তুমি গঠনশীল নাকি ,
শুধুই বিনাশক ।
চিরতরে তোমায় মুছে ফেলা সম্ভব ,
না কি শুধু ভুলে থাকাটা ।
দিন যায় , মাস যায়
পাতা (পৃষ্ঠা) যায় বেড়ে ।
পুরোনোরা ফিকে হয়
নতুনের ভিড়ে ।