আজও হেঁটে চলি,
       সেই চেনা পথ ধরে ।
যদি তার পাই দেখা,
       রাস্তার কোনো মোরে ।
বৃষ্টিও হঠাৎ সঙ্গ দেয়,
       অনুমতির অপেক্ষা না করে ।
সেও ভাবে, যদি হারিয়ে যাই,
       অচেনা-আজানার অহেতুক ভিড়ে ।
জানি বাস্তবটা আলাদা হলেও,
       প্রত্যাশী মন বেঁচে থাকে, প্রতীক্ষা করে ।
অন্তত যদি একবার পাই দেখা,
        শুধু একটি বার, পৌঁছে জীবনের শেষ দ্বারে ।