এবার আমি হারিয়ে যাবো
       হাওয়ার সাথে ওই সুদূরে ।।
যতই পাড় ভাঙতে থাকুক
       দিল দরিয়ার, তুমুল ঝড়ে ।।
শেষ বিকেলে বসবো গিয়ে
       পাহাড় চূড়ায় শান্ত হয়ে...
মুগ্ধ চোখে তাকিয়ে দেখবো
       লাবণ্যময়ী চন্দ্রিমা কে ।।
অবাঞ্ছিত চিন্তা গুলোও
      পড়বে থিতিয়ে, যথাসময়ে ।।
সব ব্যথা বেদনাই বিলীন হবে
       নিস্তব্ধতার অন্ধকারে......  


একটু শুধু ধৈর্যের পরীক্ষা আর সঠিক সময়ের প্রতীক্ষা ............