কত কত রাত ভেবে করেছি পার,  
এই জগত-সংসারে আমার কিসেরই বা দরকার ?
কোনো উত্তরের পাইনি আজও দেখা…  
সমাজের দৌলতে সময়ের সাথে চলতে শেখা ।
চলার পথে হাজারো বাঁধা, কিছুটা সফলতা পাওয়া  
আবার, প্রিয়জনদের একে একে হারিয়ে যাওয়া ।
মন সমুদ্রে তোলপাড় করা ঢেউ,  
ব্যথার জ্বালায় জ্বলছে হৃদয় দাউ দাউ ।
তুমি দমকল, তুমি ফেরেশতা, তুমিই ধ্রুবতারা
জীবন যুদ্ধে থেমে যাবার তুমি অধিকার হারা ।
বলবে লোকে কত কথা, চাইবে নিচু দেখাতে,  
ভয় পেওনা, এগিয়ে যেও নির্ভয়ে, অনিবার গতিতে ।
লড়তে লড়তে একদিন তুমি ঠিকই হবে জয়ী,
মনোবল বাড়াও, জাগাও আত্মবিশ্বাস…
ভুলে যেওনা তুমি অপরাজিতা, তুমি সেই মহীয়সী নারী ।