কোনো এক বসন্তে এসেছিলো সে,
সদ্য ফোঁটা গোলাপের মতো-
হাত দুটি মেলে পাপড়ির মতো-
গায়ে তার ঘ্রাণ ছিলো কি না!
শত চেষ্টায় ও পড়ছে না মনে।
তবে তার দিকে চেয়ে কেটেছিলো অনেকটা সময়,
যার হিসেব করিনি কখনও।
আর হিসেব করলেই বা কি!
সে তো অপেক্ষায় থাকেনি!
শুনতে আমার হৃদয়ের আকুল মিনতি।
বসন্ত যেমন এসে চলে যায়,
তেমনি সেও চলে গেছে আমার থেকে অনেক দূরে।
তারপর,প্রত্যেক বছর বসন্ত আসে-
গাছে গাছে পলাশ,কৃষ্ণচূড়া আরও কত ফুল ফোঁটে।
কিন্তু সে আর আসেনা!
হয়তো একদিন সব ভূলে যাবো,
তবু প্রত্যেক বসন্তে পথ চেয়ে থাকি
সে আসবে,নিশ্চয় আসবে,কোনো এক বসন্তে।।