ঘুমালে স্বপনে দেখি,তুমি-
আমাকেই এসে বলো,চলো-
ছোট সে নদীর ধারে,যারে-
দেখিলে জুড়ায় হিয়া,দিয়া-
তোমার সর্বস্ব তারে,পাড়ে-
দেখিতে পাইবে আলো,ভালো-
করে দেখ,এসে গেছি আমি।


প্রভাতে দেখি নদীর ধারে
স্বপনে দেখেছি যারে,তারে-
দেখি গগনে,নদী ওপারে।।