একটি সন্তান জন্ম নিয়ে মায়ের কোলে
বড় হয় ধীরে ধীরে,
মায়ের বুক জুড়ে থাকে অফুরন্ত সুখ।


তারপর বিদ্যালয় অথবা অভাবের তারণায়
হয়ে ওঠে না পড়াশুনা,
জীবনের এই সমস্যার সমাধান খুঁজতে
কাজে লেগে যায় অনেক অভাগা সন্তান।
তবুও জীবনের কিছু মোড় ঘুরে
ভুলে যায় অতীত,
ভুলে যায় দুঃখ;
মায়ের কোলে ফেরে নিয়ে হাসি মুখ।


আর কতক সন্তান লেখাপড়া করে
খুশি করে মায়ের মন।
আরোও বেশি পড়াশুনা করতে
চলে যায়- মায়ের কোল ছেড়ে
দূর বহুদূরে,কোনো এক অজানা শহরে।
তারপর-কেউ ফেরে
মানুষের মত মানুষ হয়ে,
কেউ হয়ে যায় অমানুষ।।


রচনাকাল-১০-১০-২০১৪ ইং
মর্ডান,রংপুর শহর