লক্ষ্য মানুষ দিয়েছে প্রাণ
বাংলাদেশের তরে,
তাইতো মোর জীবন আজি
আছে সুখের ঘরে;


বাংলাদেশের যত মানুষ
কৃষক চাষীগন,
এ দেশকেই বাসবো ভালো
করতে হবে পণ;


এই দেশকে রক্ষা করতে
যুদ্ধ করেছে যারা,
কেউবা তাদের আছে বেঁচে
কেউবা গেছে মারা;


যারা এখনও আছে বেঁচে
দাও তাদের মান,
পর জনম বাসির তরে
গাও শুধুই গান;


মোদের দেশের মাঠে মাঠে
সোনা ফসল ফলে,
সহস্র মাছ খেলায় মাতে
সাগর নদী জলে;


এই দেশের রুপ বৈচিত্র
দেখতে লাগে বেশ,
তাইতো মোরা নাম দিয়েছি
সোনার বাংলাদেশ।।