গর্জে ওঠো রে বাংলার দামাল
জাগিয়ে তোল তোর মনুষ্যত্ব
করব দূর সব জঞ্জাল
দেখবে চেয়ে মহীপাল বিশ্ব;


পিপীলিকার গজিয়েছে পাখা
উড়ছে দেখ স্বাধীন এ দেশে
উঠিয়ে নেও কাঁকর ও শিখা
বেরিয়ে পর বীরদের বেশে;


থামবো না তো হোক প্রকাশিত
বিশাল তালা বন্ধ দুয়ার
আমরা বীর সৈনিক জাগ্রত
মোদের দেয় বাঁধা সাধ্য কার;


বীর বিক্রম ও বীর উত্তম
বাংলার বীর শ্রেষ্ঠের মত
মোরাও হয়ে থাকব পরম
ঝরিয়ে সব পাপির রক্ত।।