হে মায়াবিনী,রূপবতী,শ্রদ্ধাভাজন নারী
তোমার যাতে ভালো হয়,উপদেশটা তারই-


মূলত তোমার জন্মই হয়েছে
         হতে পুরুষের সঙ্গী,
তাই বলে তুমি সাজতে পারো না
         শত রকম ঢঙ্গী।
তোমার জীবন একান্তই তোমার
         আমি সে কোন স্যার,
তবুও তোমায় বলছি শোনো
         ভাবো তো একবার।
তুমি যে পথে চলছো সেটা
         আদউ আছে কি ঠিক?
হয়তো জানোনা পিছনের লোকে
         দিচ্ছে তোমায় ধিক।
তোমার রূপ আছে যৌবন আছে
         চোখ আছে দুটি টানা,
এসবের অমর্যাদা করোনা কখনও
         শোনো এটুকু মানা।
তোমার চলার পথটি দেখো
         মানুষকে চিনতে শেখো,
দুঃচিন্তায় থেকনা মগ্ন
         সুচিন্তার ছবি আঁকো।
তুমি নিজেকে শামলাও
         হতে পারবে বড়,
অযথা সময় নষ্ট করোনা
         সুপথের কান্ডারি ধর।


চাইনা তোমার জীবনখানা
         হোক আঁধার কালো,
সর্বদা মিনতি খোদার কাছে
         তুমি থাকো ভালো।।