''আমি কেমন আছি" তিনি হয়ত কদাচিৎ ভাবেন।
        -এবং -  "তিনি" ?
             সব সময়,
আমি আমার বাবার কথা বলছি ,
আর- আমি আমার মায়ের কথা বলছি ।
আমি একমাত্র শর্ত হীন ভালবাসার কথা বলছি


সে জানে, কেউ তাকে অনেক ভালবাসে,
মুঠোফোনে রিং বাজলে তাকে দেখা যায়।
শুধু কথা বলে বিরক্ত করে।
চাচ্চুর মত বেড়াতে ,কিংবা হাসের পাল দেখতে নিয়ে যায়না।
        
     ।।।। এবং।।।।


শুধু আমি জানি আর সে জানে-
দূরত্বের প্রতিটি মাইলের ইঞ্চি ইঞ্চি হিসাব।
অপেক্ষার চোখে ঘরের দেয়াল গুলো কিভাবে আকাশ হয়ে যায়-
সেখানে তারা উঠে ,আবার খসে পরে,
শুধু নির্ঘুম ফোলা চোখে ঝুলে থাকে " কিছু ভয়ংকর সুন্দর " আমি আমার অবুঝ সন্তানের কথা বলছি,


              ।।।এবং।।।


তার একমাত্র শর্ত হীন ভালবাসার কথা বলছি।