হে কবি! শোন মোর কথা,
কতজনে কতকাল শুনেছে এব্যথা।
তব কেহ পারল না, দিতে সমাধা।


আমি দুঃখে মরি, হায় হতাশা!
কে দেখাবে মোরে, আলোর আশা?


কবি! এবার শোন মোর ব্যথা
আমি জানিনা, কারে বলে মাত্রা।
কেমন করে গুণে মাত্রারো মাপ,
বুঝি না কোথায় কোন বৃত্তের চাপ।


কে আছেন শুনি, এই মহা জগতে,
বুঝিব আমি সবই যার মহা কৃপাতে।
ধন্য হবো আমি, কৃতজ্ঞ চিরতরে,
ভ্রুক্ষেপ দেন গো কবি আমার উপরে।


আমি কত মাত্রায় লিখিত কবিতা, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত ঠিক বুঝি না। একটা বই পড়েছিলাম তাতেও না।  আপনার যদি মর্জি হয় তবে আমার প্রতি সাহায্যের হাত প্রসারিত করতে পারেন। কৃতজ্ঞ রইব.......


hsmsohrab@yahoo.com