নদনগ্ন তীরে, ছনছেঁড়া নীড়ে,
বদনভুবন হেরি,
রক্তিম জোয়ার তেড়ে, মাতৃপ্রসব ছেড়ে,
ধরার নব তরী।


বর্ষাস্নাত দিনে, ক্ষ্যাপা বজ্র বীণে,
এসেছি এ ভুবনে,
তেজহীন রবি, ভীত চৌ-নিরবি,
আহ্লাদ আগমনে।