আর কতকাল ঘুমিয়ে রইবি,
উঠার হয় নি বেলা?
দেখ তাকিয়ে উষার আলোয়
প্রভাত করছে খেলা।


ঐখানেতে খেলছে শালিক,
খেলছে চড়ুইর দল
আর কতকাল জিমিয়ে রইবি
আমায় একটু বল।


নদীর পানে মাঝি ছুটে,
শহর পানে লোক,
আর কতকাল বুঝে রাখবি
কোমল দুটি চোখ।


বাউল চলছে বাঁশি হাতে
রাখাল নিয়ে গরু,
তুই এখনো আছিস পড়ে
দিনটা কবে শুরু?


কৃষক হাটে লাঙল নিয়ে,
কুঠারি নিয়ে কুঠার,
বেলা বুঝি যাবে যাবে,
রেশ দেখি না উঠার।


প্রেমে মত্ত আপন রত্ন
যে আছে যার যত
এবার উঠ নইলে তোর
প্রভাত ভাঙবে না তো।


"কে রে তুই? ডাকিস কেন?
কিসের এত জ্যোতি?
ভোর ভাঙানো উষার আলোর
তুই কি প্রভাতী?"