শাড়িটা যদি পরে সে নীল
ঠোটের উপর হালকা তিল
হাতে যদি থাকে নীল চুড়ি
লাগবে তাকে ডানাকাটা পরী


চাহুনি যে তার যেনো ধনুকের তীর
গেথে বুকে মোরে করে চৌচির
হাসি যেনো ঝরা মুক্তোর দানা
জানি সে হাসির প্রেমে পরা মানা


চুল যেনো তার কালো মেঘ রাশি
কণ্ঠ যে তার রাখালের বাঁশি
রূপ যে তার আলতা রাঙা
জানি এ রূপের প্রেমে পরা মানা।