কি হলো এই সমাজ টার হায়
ভেবে-ভেবে আজ কুল নাহি পাই
লাজ-শরম ভুলে দেখো সব
পাপের বোঝা করছে কামাই


চারিদিকে সুধু চেয়ে-দেখি আজ
সমাজ টা যে আজ শুধু ভাঙ্গা কাঁচ
যাদের দিয়ে লাগত জোড়া
তারাই তো ভাই ভাংছে এ ছাচ


চলে যাব ঠিক একদিন সবাই
তবে কেন এতো হিং সে -লড়াই
তোদের ব্যবহার তাই সত্যি ভাবায়
কি হলো এই সমাজ টার হায় ।