আমি কস্মিনকালের যৌনতা দেখেছি,
প্রেমিক কিংবা প্রেমিকাকে আত্মহত্যা করতে দেখেছি।
আবার লম্পটিক ইশারায় উকিমারা কিছু জানোয়ার দেখেছি।
সবই আসলে ভ্রম,নাটক আর ছলনা।
সকলেই ছিলো সমান দোষী।
কিন্তু আজ দেখেছি জন্মদাতা বাবাকে কাঁদতে।
কিছুটা সময় হয়তো মনে হয়েছিল সেটা কোনো ভ্রম কিংবা ছলনা নয়।
কিন্তু শেষে জানা গেলো পুত্রের হাতে বাবা আহত।
এখন বুঝলাম এটাও ছলনা বই কিছু নয়।
দুজনেই সম দোষী।
বাবার দোষ ছিলো  জীবিত রাখা,
আর ছেলের দোষ ভুল করা।
এজগত বড়ই ছলনা ময়,
শুধু আগুনের দোষ নেই
পদার্থ আছে তাই জ্বলছে।