অসীম দূরেত্বে যতখানি যাও
তবুও অসীম সীমা বাকী থেকে যায়
চতুর্দিকে ধাবিত হও যতদূর ইচ্ছে
তবু তোমার অবস্থান বদল হবে না,
অসীম শুন্যতায় আসলে তোমার সুনির্দিষ্ট কোন অবস্থানই নেই।


মানব প্রবাহের কোটি বছরের ইতিহাসে
তুমি আর কতটা সময় ধরে আছ?
তোমার পূর্ব পুরুষেরা সময়ের অসীম দূরেত্বে চলে গেছে
তোমার উত্তর পুরুষেরাও তোমার অসীমে চলে যাবে
মানবের এই প্রবাহে তোমার অবদান সুনির্দিষ্ট ভাবে কোথায়?


আপাত দৃষ্টিতে সমুদ্রের বিশাল জলসীমায়
এক জলকনার আর গুরুত্ব কি?


মনের অসীম সীমায় তোমাকে আমি সেই টুকু জায়গা তো দিয়েছি,
যদি পার তার শেষটা ছুয়ে এসো
তুমি জেনে যাবে হ্রদয়ের কতটা জুড়ে তোমার বাস,
তোমার অভাবে শূন্যতা কতখানি!!