বিধাতা আদমকে সৃষ্টি করেছেন, অতঃপর আমাকে!
তা কি হতে পারে?
আমি কি সেই প্রথম সৃষ্ট আদম নই,
সকল সৃষ্টির সর্বশ্রেষ্ঠ!
প্রেরিত পুরুষ থেকে ঘৃণিত পাপী
আদম কে নয়?
কাকে সেজদা করেনি সমস্ত সৃষ্ট জগত?


আমি সেই পাপী বেহেস্ত থেকে বিতাড়িত
আমি সেই পুণ্যবান
প্রেম যাকে ছুঁয়েছিল হাওয়া রূপে
সাক্ষী ছিল ঐ আরাফাতের ময়দান।
এখনও আদমই আমি পৃথিবীর বুকে
ছুটি চলেছি নগরে গ্রামে
গলিপথে রাজপথে নদী পথে সমুদ্র জাহাজে
আমিই দাগি আসামী ভয়ংকর খুনি
আমিই নামাজে রত, ক্ষমা ভিক্ষায় ক্রন্দনরত,
আমি পিড়া-দানকারী, আমিই অসহায়ের সহায়,
আমিই আদম!
সৃষ্টির শুরু থকে অভিন্ন এক!
আমার জন্যই আকাশের এই নক্ষত্র সাজ
আমার জন্যই সবুজ বনানী বিবিধ রঙের প্রাণী কুল
আমিই পাপ, আমিই পুণ্য
আমিই বয়ে চলেছি সময়ের বুক চিড়ে
গন্তব্য জ্ঞানহীন,
সেই পরম জ্ঞানের খোঁজে
একক আদম অভিন্ন প্রাণে।


রাত্রির গভীরে, ধ্যান মগ্ন আমি
নিজের আত্মাকে অনুভবের ইচ্ছায়,
এ এক অভিন্ন আদমের আত্মা
যাকে সেজদা করেছিল সমস্ত সৃষ্টিকুল
তার মাহাত্ম্যই পরম জ্ঞান
সেই জ্ঞান অনুসন্ধান করি,
ক্ষুদ্রাতিক্ষুদ্র অতি অতিশয় ক্ষুদ্র
আমি এক নগণ্য আদম!!