আমি অনেক কাল ধরে এই পথেই হাটি
একদা যখন জঙ্গল ছিল চারিধার
বন্য জানোয়ারের দল ঘুরিত চারিদিক,
তারপর মানুষের আগমনে সেই বন যখন উজাড় হয়ে গেল
তারও পর যখন মাটি কাটিয়া এ পথ উঁচা করিয়া বাধা হইল
তারও পর যখন সেই উঁচা পথ পাথরে বাধিয়া পিচ দিয়া ঢালাই করা হইল,
আমি অনেক কাল ধরে এই পথে হাটি।
আমি সাক্ষী দিতে পারি এখানে একদা একটা বন ছিল
আমি সাক্ষী দিতে পারি এখানে একদা সবুজ প্রকৃতি ছিল,
আমি অনেক কাল ধরে এই পথে হাটি।
আমার সাদা হয়ে আসা চুলে তার সাক্ষর আছে
আমার ভেঙে যাওয়া স্বাস্থ্যে তার সাক্ষর আছে
এর পর আমি যখন চলে যাব
আমি সঙ্গে করে নিয়ে যাব এই পথের অতীত
একটি বন, শান্ত সবুজ প্রকৃতির কথা
তখন এই পথ আরও প্রশস্থ হবে
অসংখ্য গাড়ি উচ্চ গতিতে দূরে দূরে ছুটিয়া চলিবে
কেউ জানিবে না সবুজ প্রকৃতি ছিল একদিন এই পথের ধারে!!
কেউ জানবে না, তোমরা চাইলে, এক খণ্ড প্রকৃতিও থাকতে পারত, এই পথের ধারে!!!