স্বপ্নে এসে দাঁড়ায় এক কালো মানুষ
আকাশের দিকে আঙুল তুলে বলে
আমার একটা স্বপ্ন আছে,
লাখো মানুষের জমায়েতে আমি প্রতিজ্ঞা করি
আমি তোমার সেই স্বপ্ন বয়ে নিয়ে যাব প্রজন্ম থেকে প্রজন্মে
যতদিন সকল মানুষ দাসত্ব থেকে মুক্তি না পায়।
এরপর দেখি আমার হাত পা বাঁধা,
আমি চিৎকার করতে পারছি না
আমার মুখ শক্ত টেপে আটকে আছে
আমার প্রশ্বাসে কষ্ট হচ্ছে
আমি ছটফট করছি
আমি ছটফট করছি...


ঘুম ভেঙে ঘর্মাক্ত শরীরে আমি আবিষ্কার করি
আমি আমার পরিচিত কামরায় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের
আরাম বিছানায়
আমার হাত পা বাঁধা নেই
আমার মুখ খোলা
সেই কালো মানুষের স্বপ্ন
তবু আমাকে তাড়া করে ফেরে!


বাবা একদিন জিজ্ঞেস করেছিল
তোর সাথে একটা দাসের পার্থক্যটা কোথায়?
আমি উত্তরটা হাতরে মরেছি
আমার তো হাত বাঁধা নেই
আমার মুখ খোলা!
তবু কি আমি চাইলেই
হাত তুলে কোন প্রতিবাদ জানাতে পারি?
তবু কি আমি চাইলেই
মুখ ফুটে বলতে পারি আমার বিবেক যে কথা বলতে চায়?


সিস্টেম নামের এক যন্ত্রদানবে আমি আটকে আছি
আমার হাত সেই সিস্টেমের ঘানী ঘোরায়
আমার মুখ সিস্টেমের শেখানো কথাই আওড়ায়,
আমি সেই সোনার খাঁচার ময়না
মুনিবের কথাই যার ভাষার ভাণ্ডার
খাঁচার পরিধি যার স্বাধীন সীমানা।


সেই কালো মানুষ ফিরে ফিরে আমার স্বপ্নে আসে
আমার দিকে আঙুল উঁচিয়ে বলে
আমার একটা স্বপ্ন আছে,
তুমি বলেছিলে তাকে বয়ে নিয়ে যাবে...