সব রঙ মিশে একটি রঙই হয়
আর যখন কিছুই থাকেনা তখন তারও একটি রঙ থাকে
সাদা কালোর এই হল পৃথিবী,
কখনো সব আছে কখনো কিছুই নেই!
আমি তোমাকে একটা সাদা গাউনেই এঁকেছিলাম
তখন বাগানে বসন্ত লেগেছিল
কত শত রঙের ফুল, কত শত রঙের বাহার
কত রঙের মাছ পাখি গাছ
কত রঙের আকাশ,
কত রঙ তুলিতে ক্যানভাসে কবিতায় শব্দে,
এর পর শেষবার সূর্যটা অলক্ষ্যেই উজ্জ্বল লাল এঁকেছিল গোধূলির আকাশে
এরপর সব রঙ ঘুমিয়ে গেছে,
যারা গিয়েছিল মৌন মিছিলে
তারা সেজেছিল কালো পোশাকে
আর সেই রঙেই এঁকেছিল সমাপ্তি!!