যাদু দিয়েই আকাশ থেকে পয়সা পেরে আনা যায়
মন্ত্র পড়ে আকাশের দিকে আঙ্গুল নাড়ালেই
ঝন ঝন ঝন শুরু হয় পয়সা বৃষ্টি,
তখন কত টাকা চাই তোমার?
এই শহর টা দেখেছো তুমি?
এই শহরের মাঝেও আর এক শহর আছে
বেহেস্তের মত সুন্দর
সেখানকার মানুষেরা টাকার বৃষ্টি নামাতে জানে!


সেই মানুষেরাও গরিব ছিল কোনকালে
তখন তারা নিশ্চয়ই পড়েছিল আলাদীনের আশ্চর্য প্রদীপের এক দত্যের কথা
সেই দত্যের দেখা তারা পেয়েছিল কিনা তা বলতে পারিনা
তবে যাদুমন্ত্র ঠিকই শিখেছিল,
আকাশ থেকে টাকা পেরে গড়ে তুলেছিল এই বেহেস্তের মত সুন্দর শহর।


তাদের যাদুর আশ্চর্য ক্ষমতা,
আঙুল নাড়ালেই আকাশ থেকে অর্থ বৃষ্টি নামে
চিচিং ফাঁক বললেই ব্যাংকের ভোল্ট খুলে যায়
আর যখন হও বলে মাটিতে দাড়িয়ে যায় চোখ ধাঁধান ইমারত!


সবাই ওদের কথায় বশ হয়ে যায়,
ব্যাংকের কর্মকর্তারা আজগুবি জেনেও ওদের নামকাওয়াস্তে ব্যবসার কাগজে
হাজার কোটি টাকা ঋণ দিয়ে দেয়,
শত কোটি মানুষ পঙপালের মতই ওদের পাতান শেয়ারের ফাঁদে পা রাখে,
ওরা কি এক বাঁশি বাজায় আর লাখো মানুষ
না দেখা কত পণ্য কিনে পথে বসে, সর্বস্বান্ত হয়।
ওরা হ্যামিলনের সেই বাশিওয়ালার মতই মোহন বাঁশির সুরে
কষ্টে জমান লাখো মানুষের সম্বল নিমিষেয় উড়িয়ে নিয়ে যায়।


ওদের এমন যাদু!
ক্লিক করলেই হাজার কোটি টাকা কোথা থেকে উড়ে এসে
একাউন্টে ডুকে পরে
ইউরোপ আমারিকা অস্ট্রেলিয়া কোথাও তাদের ভিন্নতা নেই
তাদের যাদুর কোন কাঠিরও প্রয়োজন নেই
হাত নাড়ালেই কোথা থেকে উড়ে আসে সোনার ডিমের পাখি!


তুমি আর এসবের কি বুঝবে জমির আলি?
আট ঘণ্টা হাড় খাটুনি
তার পর তোমার জন্য বরাদ্দ ন্যুনতম এক শত বিশ টাকা
নানা অজুহাতে তাও কাটা পরে মাঝে মাঝে,
তুমি কি করে বুঝবে তোমার সাত জীবনের সকল বেতন মিলে
একটি মার্সিডিজ এর দামের সমান হবে না।
তুমি শুধু বিস্ময়েই সন্তুষ্ট হবে
আর তৃপ্তির ঢেকুর গিলবে,
আহা! কত আশ্চর্য ক্ষমতা রাখে মানুষ!!