কাটা গাছের আত্মাদের দেখনি তোমরা কখনো
তারা থাকে উত্তর গোলার্ধের ওপারে,
থেকে থেকে নেমে আসে
উত্তর আকাশ ফুটো করে নেমে আসে
অতি-বেগুনী আলো তখন ঢুকে পরে তোমাদের আঙ্গিনায়।


কাটা গাছের আত্মাদের দেখনি তোমরা কখনো
কাগজের শরীর বেয়ে তারা তোমাদের মগজে ঢুকে গেছে
আর তোমরা পরস্পর কে জ্যান্ত পুড়িয়ে মারছ,
তোমাদের জ্ঞানের মধ্যে দীর্ঘ শ্বাস জমে গেছে
তোমরা আর পরস্পর কে চিনতে পারছ না।


যে গাছ গুলো পাহারা দিচ্ছিল তোমাদের আত্মার
তাদের কেটে ঘরের অঙ্গ সজ্জার কাজে লাগিয়েছ,
তাদের আত্মারা তোমাকে যৌন ক্রিয়ায় মত্ত হতে দেখে
তখন যে শিশু জন্ম নেয়
অভিশপ্ত সে শিশু, প্রেম তাদের শরীরে বাসা বাধে না
আর তারা খুঁজে পায় না পথ, নদীর ধার ঘেঁষে
যেটা চলে গেছে।


কাটা গাছের আত্মাদের তোমরা দেখনি কখনো
তারা রোজ ক্রন্দন করে
জারজ সন্তানে পৃথিবীটা ভরে গেছে,
আর তারা পুড়ে মরছে
সবুজহীন এক অগ্নি গোলকে!!