ধর্মের কাছে যুক্তি শেষে হার মানেই
মানুষ ভীষণ অসহায়
সে নিজেও জানে না সে কি জানে
আর কি তার ভ্রম!
মানুষ বিশ্বাস করতে নিরুপায়!
বিজ্ঞান যতটা ভরসা দিয়েছে
তার থেকেও বেশি বুঝিয়েছে কত নগণ্য আমাদের জ্ঞান
আমরা যেন আমাদের অসহায় অবয়ব আরও পরিষ্কার করে দেখছি
আলোর গতিতে গেলেও শত জীবনে আমরা খুব বেশি দূরে পৌছব না,
আত্মার সন্ধান কোষ বিভাজনে পাওয়া যাবে না।
শান্তির জন্যে তাই যখন কেউ বিশ্বাস করতে বলবে
শোনাবে কোন ঐশী বাণী(!)
আমরা পঙ্গপালের মত তার পদতলে আশ্রয় খুঁজব
আমরা বিশ্বাস করব
কোন প্রশ্ন নয়!
আর কেউ কেউ সেই বিশ্বাস কে পুঁজি বানাবে!!!