সৃষ্টি কর্তাও এর থেকে মুক্তি চান
কিন্তু তিনি কখনও পাথর কখনও নিরাকার
সাকারের দুনিয়াতে তিনি কেবল আশার স্বপ্ন দোলাতে পারেন!


মৃত্যু উত্তর জীবন কেউ যখন জানে না
তা নিয়ে ইচ্ছে খুশি গল্প লেখা যায়
বিশ্বাসের জমিন যখন অতিশয় উর্বর
বিশ্বাসীর কি আর কোন অভাব হয়?


এর পর শুরু হয় রাজনীতি
ধর্ম হল ঐক্যমত্যের মূলমন্ত্র
ধর্ম হল জাত ধর্ম হল বিজাত
গোষ্ঠী স্বার্থে ধর্মই মাপকাঠি!


সৃষ্টি কর্তাও এর থেকে মুক্তি চান
কিন্তু কি উপায়?
ধর্ম যুদ্ধে তিনি একটি নাম মাত্র!
তিনি কখনও পাথর কখনও নিরাকার!


এ কোন ধর্ম যুদ্ধ নয় কোন কালে ছিল না
এ এক দল শকুনের যুদ্ধ
আর এক দল শকুন যেখানে প্রতিদ্বন্দ্বী
আমরা সেই মরা গরু যার দখল তারা নিতে চায়।