আপান অবিশ্বাস কে প্রকাশ করতে
অন্যের বিশ্বাসে আঘাত করা সভ্য ব্যবহার ঠিক নয়
(বিশ্বাস অবিশ্বাস দুটোই যখন অভিন্ন)
তবু আমার ভালো লাগেনি
ছেলেটি পরেছিল ফুটপাতে রক্তাক্ত,
বউটি তার ব্যর্থ চেষ্টা শেষে হতাশ দারিয়ে
বৃদ্ধা অঙুলিটি তার বিচ্ছিন্ন হয়ে গেছে
ঘাতকের চাপাতির আঘাতে
তাতে কোন ব্যথা অনুভূত হচ্ছিল না
তার হ্রদয় জুড়ে তখন রাজ্যের হতাশা
তাদের ঘিরে অজস্র মনুষ্য প্রাণী
কিন্তু তার চোখ দেখছিল শুধু হায়েনার অবয়ব,
কারা মানুষ?
সে তখন দেখতে পেয়েছিল এক জঙ্গলে
তার প্রেমিক এক হিংস্র হায়েনার থাবায় রক্তাক্ত!


যারা নিজেদের শুদ্ধ স্রষ্টা ভাবে
ভাবে তারা সভ্য নগরে বাস করে
হায়েনারা বহুদূরে জঙ্গল বাসি
খুঁজে পাবে না তাদের?
তারাও একদিন খুঁজে পাবে তাদের মাথা
চাপাতির নীচে,
জঙ্গলে শিকার ফুরলে শহর খুব বেশি দূর মনে হবে না!!