এখনও লোকাল বাসের কন্ডাক্টরের সাথে
দুই টাকা ভাড়া নিয় তর্ক করে চলেছি
প্রশ্নটা কেউ আমার সামর্থ্য নিয়ে করতেই পারত,
কিন্তু তারা প্রশ্ন করল জ্ঞানের সামর্থ্য নিয়ে!
তারা প্রশ্ন করল সততার সামর্থ্য নিয়ে!
আমি তখন নিশ্চুপ আকাশের দিকে তাকিয়ে ছিলাম
ভাবছিলাম আকাশের শূন্যতায় তো সব কিছু ঝুলে থাকে,
সেই শূন্যতাকে অনুভব করে কে ঝুলে থাকতে চায়,
এর থেকে পৃথিবী যে আমার পায়ের নীচে
সেই অনুভবে অনেক সুখ।
তাই বলে কি ওরা কখনই ভাববে না মহাশূন্যে ভেসে আছে সবকিছু!!