কে ?
কে তুমি ??
তুমি কি সেই কন্যা ???
যে রুপে গুণে অনন্যা ।


তুমি কি সেই ?
যার জন্যে ,
আজও শ্রাবণের বৃষ্টি ঝড়ে ।
কিন্তু ......তুমি তো তা নও
যদি ঝড়েই যাও
তাহলে , তোমার রুপ লাবণ্য কাকে বিমোহিত করবে ?


তুমি কি সেই ?
যার জন্যে,
কালো মেঘ সূর্যকে আড়াল করে রাখে ।
তুমি তা ও নও
যদি নিজেকে আড়ালেই রাখো
তাহলে মনের তৃপ্ততা পাবে কি করে ?


তুমি তো কোকিলের মতো
যার কলতান আমাকে মুগ্ধ করে ।
তুমি তো শিশিরের স্নিগ্ধও ফোটার মতো
যার পরশ আমাকে বিকশিতও করে ।
আর ,
তুমি তো আমার সেই স্বপ্ন
যা আমার হৃদয় গহীনে বসবাস করে ।।