রাত বাড়লেই -
শহর শুষে নেয় ড্রাকুলা
ড্রাগস্ । কুমারী হয় রমনী ।
বাতাসে ভাসে বাসি বিকেলের কথা
শিরশিরানি বাড়ায় শিরা-ধমনী ।
রাত বাড়লেই-
কাউরো একরাতের প্রেমিকা
'টাইম ওভার' বলে নগ্ন
শরীরে পোষাক গলিয়ে হাওয়া ।
রাত বাড়লেই-
কাউরো মায়ের বড়ো কান্না ।
টেবিলে ঢাকা খাবার
অথচ মেয়ে ফেরেনি ঘরে ।
মেয়েদের
নিয়ে মায়েদের বড়ো ভয়...
রাত বাড়লেই-
সব কিছুতেই ডবল ভাড়া । অন্ধকার
রাতে শয়তানদের তখন দিন ।
মদ-মাংসে ম' ম' করে শহর
রাত বাড়লেই-
যারা বউ পেটায়
তাদের শুরু হয় আই. পি. এল ।
থ্যাবড়া মুখো চাঁদের
তো লজ্জা নেই
তখনো সে হাসে...