যে শহর পুড়িয়ে মারে কচি শিশুর বুক
যে শহরে আৎকে ওঠাই পুরানো অসুক
যে শহরের সাহেবিয়ানার দেয়ালে জমে ঘুস
সেই শহরে চাইনা বাতাস চাই না কোনো সুখ
যে শহরের পান চিবানো আর বাতেলা দেওয়া কাজ
যে শহরের চায়ের দোকান হিংস্রতার আওয়াজ
যে শহরের সন্ধ্যা মানেই পতিতালয়ের সাজ
সেই শহরে করুক যেন নটরাজ বিরাজ ।