মেরিনা বিচে হাত মেলে দাঁড়িয়ে থাকছে
দুঃখ । কার্নিশ থেকে
ছলকে পড়ছে অভিমান ।
সম্পর্কের সাহারায় যতদূর
চোখ যায় , কাউকে
সূর্য ভাবা এখন আর যায় না।


শ্যাওলা জমা দেওয়ালে
দিন জমা করি
পাঁচ, ছয়, সাত....


চাঁদ ছুয়ে যায় রূপকথা ।
ব্যাঙ্গমারা ঘুমিয়ে থাকে চিলেকোঠায় ।


এবার আর কবিতা নয় ।
আর একবার কলম্বাসকে চায় '
আর একবার ভাসকো ডা গামা
এসে হারিয়ে যাক
এখানে
আমার একেবারে স্মৃতির দরিয়ায়...


জীবনে যারা দুই এর নামতা পড়েছে
তারা জানে
জাতিস্মর হওয়ার মজা ।