তুমি চাইলে আগুন জ্বালাতে পারতে,
তার নামে রচনা করতে
অভিশাপের ইতিহাস!
বলতে পারতে—
"সে প্রতারক, হৃদয়হীন এক ছদ্মবেশী!"
যে ভালোবাসার ছলনায়
তোমার হৃদয়কে পোড়ালো নি:শব্দ দাহনে।

সে তোমার আকাশ ভাসালো
মিথ্যা স্বপ্নের রঙে,
তোমার হাসির আড়ালে রেখে গেল
অস্পষ্ট শূন্যতা।
তুমি চাইলে ফেলে দিতে পারতে সব,
তবু তুমি চুপ রইলে,
শুধু নীরবে বললে—
"ভালো থেকো, সুখে থেকো!"

তুমি চাইলে প্রতিশোধ নিতে পারতে,
তাকে ফিরিয়ে দিতে পারতে
তুমুল অন্ধকার,
কিন্তু না, তুমি শুধু
নিজের হৃদয়কেই বললে—
"ভালোবাসা অভিশাপ হতে পারে না!"

তোমার চোখের জলে গলে গেল
সমস্ত অভিযোগ,
অভিমানগুলো রূপ নিল
নিঃশব্দ বৃষ্টি হয়ে।
তবু একটুকু ঘৃণাও পুষতে পারলে না—
তুমি কেবল
ভালোবাসতেই শিখলে, ভুলতে নয়, কষ্টেও নয়!