কবিতা, সেকি কথা,
কবিতা, এ মৃত্যুর বৎসরে?
কবিতা, এই লাশের মিছিল মাঝে?
কবিতা, এ মহাসংকট সময়ে?
কবিতা, যখন শকুনেরা দাঁতে শান দেয়?
কবিতা, যখন নেতারা লেলিয়ে দেয় রক্তপাতে?


কবিতা, কোন কবিতা, পৌছে দেবে দূরে, ঐ শ্রমিকের দীর্ঘশ্বাস,
তার মা, তার স্ত্রি, তার দুগ্ধ শিশুর কানে?
কবিতা, কোন কবিতা শান্ত করবে শিশুর দগ্ধ প্রান?
কবিতা, সেকি পারবে ফিরিয়ে আনতে, সেই মূর্ছে যাওয়া গান?
কবিতা পারবে শুকিয়ে যাওয়া গোলাপটাকে জাগিয়ে  দিতে?
কবিতা পারবে, বুঝিয়ে দিতে, আমরা সন্তান এক মার?
কবিতা পারবে ধর্ম বিভেদ, জাত মুছে দিতে?
পারবে তো তুমি, কবিতা?