ব্যাপারটা অদ্ভুত
আমিই কথা বলছি কিন্তু সে যে চুপ,
ব্যাপারটা অদ্ভুত
আমিই নদী হয়ে ভেসে বেড়াচ্ছি আর সে যে নলকূপ।


ব্যাপারটা অদ্ভুত
আমার পিঠে ডানা গজানো আর তার হাতে শিকল বাঁধা,
ব্যাপারটা অদ্ভুত
আমি সব প্রশ্নের উত্তর আর সে নিজে যে এক ধাঁধা।


ব্যাপারটা অদ্ভুত
আমি সব যুদ্ধজয়ী রণক্লান্ত বীর আর সে সামান্য এক পথিক,
ব্যাপারটা অদ্ভুত
আমি পথ দেখানো ধ্রুবতারা আর সে হারিয়ে যাওয়া দিক।


ব্যাপারটা অদ্ভুত
আমি আগ্নেয়গিরি হয়ে জ্বলছি দিব্যি আর সে সামান্য এক প্রদীপ,
ব্যাপারটা অদ্ভুত
আমি নীলাভ আভায় ঘেরা সমুদ্র আর সে নির্জন একটা দ্বীপ।


অদ্ভুত ব্যাপার বটে,
তার নিরবতা আমাকে বলতে বাধ্য করে যাতে তার মুখে হাসি ফোঁটে।


অদ্ভুত ব্যাপার তবে,
তার নলকূপের সেই অমৃত পানি আমার তৃষ্ণা মেটায়নি কবে!


অদ্ভুত ব্যাপার কিন্তু,
তার হাতে শিকল বাঁধা তবুও সে যে আমার স্বাধীনতার অন্তু।


অদ্ভুত ব্যাপার ভারী,
তার ধাঁধার রহস্য উদঘাটনে হিমশিম খাই আমি, অদ্ভুত তুমি নারী।


অদ্ভুত ব্যাপার তবুও,
ক্লান্ত পথিক সে যে আমাকে পথ চেনাতে ভুল করেনি কভুও।


অদ্ভুত ব্যাপার তাও,
তার নক্ষত্রন্যায় চোখগুলো আমায় বার বার বলে, "তার কাছে যাও।"


অদ্ভুত ব্যাপার ভালো,
তার প্রদীপের সেই মৃদু আলো উজ্জ্বল করেছে আমার দুনিয়া যা ছিলো কালো।


অদ্ভুত ব্যাপার যাই হোক,
তার নির্জন মায়াঘেরা দ্বীপে ঠাই মোর, প্রতিনিয়ত তার প্রতি বাড়ছে ঝোঁক।