তোমার হাতটি আমার হাতে,
বাঁকা তরবার নিয়ে রুখে দাড়িয়েছি শতজনের বিরুদ্ধে শুধু তোমাকে পেতে।
সূর্যটা রক্ত লাল পশ্চিম আকাশে ডুবে যায়, ডুবে যায়,
থমকে দাড়ায় হিমবাহ, শাশ রুদ্ধ আমি ক্লান্ত প্রায়।
আর কতো লড়তে হবে! প্রশ্ন মাথায় ঘুরে যায়,
সমুদ্রের সব উত্তাল ঢেউয়ের বিরুদ্ধে আমার নাও ডুবে যায়।
"থাকনা ছেড়ে দেও সব যথেষ্ট হয়েছে, জয় হয়তো তোমার ভাগ্যে লেখা নেই,
ছেড়ে দেও এই অভাগা যুদ্ধ ফিরে যাও তোমার উচ্ছাসে মাখা জীবনে সেই।"
পারলামনা তার হাত ছাড়তে
শেষ অবধি লড়াই করে উদ্ধার হলো আমার রাজকুমারী,
এক রাজ্যের বিরুদ্ধে রক্তক্ষয়ী মানসিক যুদ্ধে জিতেছি
কতজনকে হারিয়ে মানিয়েছি করিনি তার আদমশুমারি।
অন্তত তুমিতো আমার হয়েছো
আকাশে বাঁকা চাঁদ ফুটে উঠেছে তোমার মুখে বাঁকা হাসি,
ঝিলিমিলি করে ওঠে মেঘের আড়ালে গোপন ভেজা গল্প
উল্লাসে ভরপুর নক্ষত্ররাজি, তোমার নামে লেখা আমার রাশি।
স্বপ্ন ছিলো সব ঘুম ভেংগে যায় যবে,
উঠতে হলো আরামপ্রিয় অবস্থান থেকে
ব্রাশ হাতে, অপ্রস্তুত আমি ঘোলাটে আয়নার সামনে
বিরবিয়ে বলে বেড়াই লড়তে হবে, যুদ্ধ করতে হবে।