বছর দুকুড়ি আগেও পাইনি সে আওয়াজ
ঝড়ের শব্দে বাতাস ছত্রখান
বানের জলে ভেসে যেত প্রাণ
সে শব্দগুলি কোন শব্দই নয় আজ
পাতা খসার নীরব শব্দ বাজে নিদ্রায়
কুয়াশা ভাসার শোঁ শোঁ শুনি
শেয়াল ডুকরে ওঠে নিঝুম শেষ প্রহরে
বছর নয় ,
যেন পর্ণমোচীর পাতার আরো একখানি
দুমদুম আর্তধ্বনি নিঃশব্দে কোথাও
গুমরে ওঠে অতল কোনো গভীরে
শব্দহীন শব্দে বুকের সে লাল বদলেছে হরিদ্রায়