এই সেদিন মুঠো ভরে মুখে মা তুলে দিয়েছিল চটকানো ভাত
বাবা হাত ধরে বলেছিল পথ ধরে পায়ে পায়ে হেঁটে চল
এই তো সেদিন ,
এই তো সেদিন মিঠে বাতাসের তাপে সুপুরী পোহাচ্ছিল শীতরোদ
ধানের মাঠে খেলেছে একা চাঁদ
কখন যেন শীত মাড়িয়ে গ্রীষ্ম এসে পুড়িয়ে দিল
বাদল এসে নিভিয়ে দিল স্ফুলিঙ্গ
তবু বসন্ত এল কই !
যখন এল , বুকের উপর পাকা কাশের গভীরতর খাদ
ফুটিফাটা মাটি , রস শুকিয়ে শুকিয়ে খরাপ্রবণ অঙ্গ
আবার আসবো ফিরে
বসন্তের মাঝে কোন এক জোছনামাখা সন্ধ্যার ভিড়ে
আসবো , আসবোই , আসতেই হবে আমায় !