শীতের বিকেল । মেঘলা আকাশে সূর্যবাবু লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন । নদীর পাড়ের থেকে উঠে আসা হিমেল বাতাস আপনার ভেতরে শির শির কাঁপুনি ধরিয়ে দিয়েছে ।
বিরাট হলঘরে ধুলো বালির মধ্যে বসে আপনি কাজ করে যাচ্ছেন । অনেক লোকের ভিড় পংক্তিতে । নানান বয়সী মানুষ মানুষীর কলরব আপনার মনোযোগ নষ্ট করার জন্য যথেষ্ট । তবুও আপনার কাজ আপনাকে করতেই হবে ধৈর্য ধরে , সেবার মানসিকতা নিয়েই ঘন্টার পর ঘন্টা ।
এমন সময়ে আপনার পাশে কোন বন্ধু যদি বসে মিষ্টি মিষ্টি কথা বলে , যদি চারদিকে ফুলেল সৌরভ ছড়িয়ে দেয় , গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাজের মান অনেক বেড়ে যেতে বাধ্য । সব কথা আপনার কবিতা হয়ে যেতে পারে ।