স্বপ্ন কে না ভালোবাসে !
কিছু থাক বা না থাক , চোখ তো আছেই
তবু চক্ষু বোজা যাচ্ছে কই !
যখনই ভাবছি মিষ্টি মিষ্টি কথা বলবো
হাতে হাত রেখে চোখে চোখ স্বপ্ন দেখবো
কটিদেশ জড়িয়ে ললাটে রাখবো কোটি চুম্বন-চিহ্ন
ঠিক তক্ষুনি বাচ্চাগুলো কঁকিয়ে উঠলো
খিদে-তৃষ্ণায় ,
চমকে উঠে দাঁত থেকে ছেড়ে দিলাম ঠোঁট ;
যতবার ভাবি আদিরস করবো পান
প্রেমের জলাশয়ে স্নান ,
মানুষের লাঞ্ছনা তীব্র তাপে সব রস শুকিয়ে দেয় ,
নীরস করে, আর্দ্র করে ,
তাই আর মিঠে শব্দগুলি আসে না জিভে ,
বরং রুক্ষ শুষ্ক বাজে কথারা ঘুরে ফিরে আসে ।