একা যখন বসে থাকার থাকে সময়
যখন কান পাতলে মাটির কথা শোনা যায়
পাখিদের নিঃশব্দে বলা কথা বুঝতে পারি
ভালো থাকি
ভালো থাকি বলে তোমাকে চোখের সম্মুখে দেখতে পাই
তখন শান্ত বিকেলে হলুদ ছাপিয়ে লাল হচ্ছে বাতাস
তখন নিঝুম মধ্য রাতে এপারে আমি
ওপারে বসে তুমি মালা গাঁথছো
ভালো আছি জেনো
যদি স্রোত ভেঙে আসো
যদি হয়ে ওঠো উতলা
বাঁধ ভেঙ্গে যাবে আমার
ধানী জমি হবে বানভাসি !