সাপুইপাড়ার আমাদের মস্ত বাড়িটায়
চাতালটি ঝাঁটার ভালোবাসা ছোঁয়নি অনেক বসন্ত
ঠিক সেখানটিতে দাঁড়িয়ে যখন ঘুড্ডিতে বাতাস দিলাম অনেক যুগের পর
বুঝলাম সে আর আপন নেই
লাটাই থেকে আলগা হবে যে কোনো সময়
সূতোর বাঁধুনিতে দিনগত ক্ষয়
ম্যাড়ম্যাড়ে হয়েছে মাঞ্জা
নিমেষে গোত্তা খেয়ে ভেঙে পড়বে
প্রতিপক্ষের হৃদয়হীন বুকের উপর
ঝাঁটার ভালোবাসার আশায়
চাতালটি হৃদয় ছোঁয়নি অনেককাল
তবু ঘুড্ডিতে বাতাস দিলাম অনেক যুগের পর -